Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

আজ ষষ্ঠী, উমা এল মায়ের কোলে

Updated : 20 Oct, 2023 5:35 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandal
Edit: Subhadeep Banerjee

কলকাতা: দীর্ঘ বছরভর প্রতীক্ষার অবসান। আজ, মহাষষ্ঠীতে (Maha Shashthi) হবে দেবীর বোধন। রামায়ণ (Ramayana) মতে, দেবীপক্ষের ষষ্ঠীর দিন দুর্গাকে বোধন করে পুজো শুরু করেছিলেন রামচন্দ্র (Lord Rama)। সেই থেকেই নাকি চলে আসছে ষষ্ঠীতে বোধনের রীতি। বোধনের পরই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা হয় বলে বিশ্বাস। প্রচলিত ধারণা অনুযায়ী এ দিনই স্বর্গ থেকে মর্ত্যে পদার্পণ করেন দেবী দুর্গা। সঙ্গে থাকেন চার সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এছাড়াও মন্দিরে মন্দিরে ষষ্ঠীপুজো শুরু হয়ে গিয়েছে। সন্তানের মঙ্গল কামনায় এই দিনটি মা দুর্গা ও ষষ্ঠীদেবীর কাছে পুজো দেন মায়েরা।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সর্বজনীন শারদীয় দুর্গোৎসব (Durga Puja Festival 2023)। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। মণ্ডপ আর মন্দিরগুলো মুখরিত হয়ে উঠবে ভক্তদের আরাধনায়।

মহাষষ্ঠীর নির্ঘণ্ট

* ১১ অক্টোবর- পঞ্চমী প্রাতঃ ঘ ৬।২৪ পরে ষষ্ঠী শেষরাত্রি ঘ ৪।৪ পর্যন্ত। প্রাতঃ ঘ ৬।২৪ গতে দুর্গা ষষ্ঠী।
* প্রাতঃ ঘ ৬।২৪ গতে পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৩ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩০ গতে
* দেবী দুর্গার ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাস।

এমনিতেই এবার মহালয়া থেকেই উৎসবের মেজাজে শহর কলকাতা। শুরু হয়ে গিয়েছে প্যান্ডেলে ঘোরাঘুরি। এই পাঁচটা দিন রাত জেগে ঠাকুর দেখেন অনেকেই। যাত্রীদের সুবিধার্থে হাওড়া ডিভিশনে বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল। রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি। সেখানে জানানো হয়েছে, ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত বাড়তি ট্রেন চলবে ব্যান্ডেল, তারকেশ্বর ও বর্ধমান লাইনে । কখন কোন ট্রেন চলবে, একনজরে দেখে নেওয়া যাক।

একজোড়া হাওড়া-বর্ধমান ট্রেন। রাত সাড়ে ১০টায় তা বর্ধমান থেকে ছাড়বে। হাওড়ায় ফিরে সেখান থেকে ১টা ১৫ মিনিটে ছাড়বে বর্ধমানের উদ্দেশে।

একজোড়া হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) মেমু লোকাল। হাওড়া থেকে রাত ১টা ৫০এ ছাড়বে। দশমী পর্যন্ত সব স্টেশনে থামবে ট্রেন

হাওড়া-বর্ধমান ইএমইউ স্পেশাল ট্রেন । বর্ধমান থেকে রাত ৯.৪০এ ছাড়বে। হাওড়ায় পৌঁছনোর পর সেখান থেকে বর্ধমানের উদ্দেশে রওনা দেবে ১২টা ৪৫ মিনিটে ।

একজোড়া হাওড়া-ব্যান্ডেল ইএমইউ স্পেশাল । ব্যান্ডেল থেকে রাত সাড়ে ১১টায় ছাড়বে । হাওড়া থেকে ফিরবে রাত ১ টার পর।