লোকসভা থেকে তৃণমূল সাংসদ মহুয়া বহিষ্কৃত
নয়াদিল্লি: লোকসভার এথিক্স কমিটির সুপারিশ মেনেই প্রশ্ন-ঘুষ কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হল। ওই সুপারিশ শুক্রবার লোকসভায় ধ্বনিভোটে গৃহীত হয়। তার আগে স্পিকার ওম বিড়লা ওই সুপারিশে সিলমোহর দেন। ভোটাভুটির সময় অবশ্য বিরোধীরা সভায় ছিলেন না। তৃণমূল-সহ বিরোধীরা এথিক্স কমিটির সুপারিশের তীব্র বিরোধিতা করেন। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি করেন। শাসকদলের সদস্যরা তাতে আপত্তি করেন। স্পিকার ওম বিড়লা বলেন, লোকসভায় এরকম নজির নেই। এথিক্স কমিটি মহুয়ার বক্তব্য শুনেছে।
এরপরই বিরোধীরা লোকসভা চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত হন। সেখানে মহুয়া-সহ তৃণমূলের সাংসদরা তো ছিলে্নই। ছিলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রমুখ। ইন্ডিয়া জোটের অন্য শরিকদের প্রতিনিধিরাও ছিলেন। সম্প্রতি তিন রাজ্যের ভোটে কংগ্রেসের বিপর্যয়ে ইন্ডিয়া জোট বেশ ধাক্কা খেয়েছে। এদিন প্রশ্ন-ঘুষ কাণ্ডে মহুয়ার বহিষ্কারের পর ফের ইন্ডিয়া জোটের শরিকরা তৃণমূলের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ ইন্ডিয়ার ছবি তুলে ধরল।