দ্বিগুণ মার্জিনে ভোটে জেতার চ্য়ালেঞ্জ মহুয়ার
নয়াদিল্লি: মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে এথিক্স কমিটির (Ethics Commitee) সুপারিশ আজ, শুক্রবার জমা পড়বে লোকসভার স্পিকার (Lok Sabha Speaker) ওম বিড়লার (Om Birla) কাছে। তার আগে এদিন সকালেই এক্স-বাণ হানলেন তৃণমূল সাংসদ (TMC MP)। এক বার্তায় তিনি লিখেছেন, তাঁরা বলে গিয়েছেন, বড় কোনও সংকটে পিছিয়ে পড়ো না। জীবনে বড় কোনও সমস্যা এলে তার মুখোমুখি হতে হয়। তির্যক ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়ে মহুয়া আরও লিখেছেন, বিজেপিকে ধন্যবাদ। তাদের মস্তিষ্কে গোবর পোরা রয়েছে। এতে আমার একটাই লাভ হয়েছে যে, ২০২৪ সালের নির্বাচনে (Lok Sabha Elections 2024) আমার জয়ের মার্জিন দ্বিগুণ হবে।
মহুয়া আরও লিখেছেন, সংসদীয় ইতিহাসে আমিই প্রথম ব্যক্তি যাঁকে অনৈতিকভাবে বহিষ্কার করল এথিক্স কমিটি। এরজন্য আমি গর্বিত বোধ করছি। প্রথমে তারা বহিষ্কার করছে। তারপর সরকারকে বলছে, তথ্যপ্রমাণ জোগাড় করার জন্য সিবিআই তদন্ত করতে। এটা একটা প্রহসনের আদালত। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা বিষয়টি বোকা বানানোর একটা প্রক্রিয়া।