Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

১১ বছর পর ‘ম্যায় হু না ২’

Updated : 7 Feb, 2025 3:04 PM
AE: Parvej Khan
VO: Pabitra Tribedi
Edit: Mousumi Biswas

কলকাতা: শাহরুখ খানের (Shah Rukh Khan) ব্লকবাস্টার ছবি ‘ম্যায় হুঁ না’ (Main Hoon Na 2)। ২১ বছর পর ‘ম্যায় হুঁ না’-র সিক্যুয়েল আনতে চান ফারহা। এবার প্রশ্ন তাতে কি আদৌ জায়গা পাবেন শাহরুখ খান? ২০০৪ সালে ফারাহ খানের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ম্যায় হু না’। ছবিতে অ্যাকশন এবং রোম্যান্সে শাহরুখ খানের অভিনয় মন কেড়েছিল দর্শকদের। এই ছবির বিপুল সাফল্যের পর ফারাহ-শাহরুখ জুটি কাজ করেছেন ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এও, যা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।

এখন শোনা যাচ্ছে, বহু বছর পর ফারহা খান ফিরতে চলেছেন পরিচালনায়। আর তাঁর কমব্যাক প্রোজেক্ট হবে ‘ম্যায় হু না ২’। শোনা গিয়েছে, ম্যায় হু না ২ তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন, এবং তারপরেই সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।