Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

এই তেল বানিয়ে খুশকি তাড়ান চোখের নিমেষে

Updated : 27 Jan, 2024 8:17 PM
AE: Abhijit Roy
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

শীত পড়লেই মাথায় খুশকি? মাথায় হাত দিলেই তুষারের মতো ঝরছে। তবে শীতকালেই শুধু নয়, সারা বছরের যে কোনও সময় হতে পারে এই সমস্যা। স্ক্যাল্প অর্থাৎ মাথার ত্বক থেকেই খুশকি তৈরি হয়। কিন্তু শীত পড়ার পর এই খুশকির সমস্যা বেড়ে যেতে পারে। এর বিশেষ কিছু কারণও আছে। শীতের সময় আবহাওয়া শুষ্ক হওয়ার ফলে মাথার ত্বক থেকে আর্দ্রতা চলে যায়। তাই মাথার ত্বক শুষ্ক হয়ে খুশকির সমস্যা বেড়ে যেতে থাকে। আর এই সমস্যার থেকে মুক্তি দিতে পারে নিম তেল। এইতেলের মধ্যে রয়েছে বেশ কিছু পুষ্টিকর উপাদান। এই উপাদানগুলি মাথার ত্বকের জন্য খুব উপকারী।

নিম তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড। যার মধ্যে রয়েছে পামিটিক অ্যাসিড, লিনোলেয়িক অ্যাসিড, ওলেইক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। এই উপাদানগুলি শুধুই খুশকির সমস্যা দূর করে না বরং আরও এর বেশ কিছু গুণও আছে। নিমপাতার তেলের ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমায় এবং এই পুষ্টি উপাদানগুলি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এছাড়াও, নিমের সবথেকে বড় গুণ হল, রোগজীবাণুর বিরুদ্ধে লড়াই করা।