
সমুদ্রের ধারে মোহময়ী রূপে মালাইকা
কলকাতা: মালাইকা (Malaika Arora) তাঁর প্রেম জীবন নিয়ে বহুদিন চর্চায়। শুধু ব্যাক্তিগত জীবন নয় চর্চায় থাকেন স্টাইল নিয়েও। ৫১ কোটা পার করেও স্মোকিং হট ছাইয়া ছাইয়া গার্ল। সম্প্রতি, ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর ফ্যাশনে কুপকাত নেটিজেনরা।
বয়স তার কাছে নেহয়েতই একটি সংখ্যা। বলিউডে অনেকের চোখেই তিনি ‘স্টাইল আইকন’। নানা চর্চার মাঝেও বারবার সে কথা প্রমাণ করলেন অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি ছবি পোস্ট করেছেন।হলুদ রঙের ডিজ়াইনার পোশাকে অনবদ্য দেখাচ্ছে অভিনেত্রীকে। ব্র্যাকগ্রাউন্ডে সূর্যাস্তের মুহূর্ত। মালাইকা অরোরা সমুদ্রের ধারে হলুদ পোশাকে সূর্যাস্ত উপভোগ করেছেন। মালাইকার রূপে মুগ্ধ নেটাগরিকরা। এক ভক্ত লিখেছেন, ‘এই মাল্লাই আমাদের সকলের প্রিয়।’ কেউ বা লিখেছেন,‘তুমি ভীষণ সুন্দরী।’ মালাইকা প্রথমে মডেলিং জগতে প্রবেশ করেন এবং এরপর বলিউডে তার ক্যারিয়ার শুরু করেন।