Placeholder canvas
কলকাতা সোমবার, ০৬ মে ২০২৪ |
K:T:V Clock

বিজেপি অভিষেককে খুন করতে চেয়েছিল, দাবি মুখ্যমন্ত্রীর

Updated : 23 Apr, 2024 8:23 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

বীরভূম ও বর্ধমান: বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) খুন করার চেষ্টা করেছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বীরভূম এবং বর্ধমানে নির্বাচনী সভা করেন। সেখানেই তিনি বলেন, বিজেপির গদ্দার সম্প্রতি বলেছিল, তৃণমূল শিগগিরই বিস্ফোরণ দেখবে। আমাকে ওরা দেখতেই পারে না। ওরা আমাকেও বোমার আঘাতে মেরে ফেলতে পারে যে কোনও সময়ে। তারা অভিষেককেও খুন করতে চেয়েছিল। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী গদ্দার বলে ডাকেন। গত শনিবার তিনি মালদহের এক সভায় বলেন, আগামী সপ্তাহে বড় বোমা ফাটবে। তৃণমূল তাতে বেসামাল হয়ে পড়বে।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা আগাম জানতে পেরে যাই ওই পরিকল্পনার কথা। একজনকে আমাদের পুলিশ গ্রেফতারও করেছে। অভিযুক্ত সম্প্রতি অভিষেকের বাড়িতে রেকি করেছিল। সে অভিষেকের অ্যাপয়েন্টমেন্টও চেয়েছিল। ও যদি সময় দিত, তাহলেই অভিযুক্ত অভিষেককে গুলি করে পালিয়ে যেত। প্রসঙ্গত, সোমবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়, মুম্বই হামলার এক ষড়যন্ত্রকারী রাজারাম রেগে সম্প্রতি অভিষেকের বাড়ি রেকি করে যায়। তাঁর বাড়ির ভিডিও তোলা হয়। তাঁর পিএর নম্বর সংগ্রহ করে অভিষেকের অ্যপয়েন্টমন্ট চায় রাজারাম। কলকাতা পুলিশ মুম্বই থেকে রাজারামকে গ্রেফতার করেছে। তারপরই অভিষেক এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার নবান্নের কর্তারা ওই দুজনের নিরাপত্তা নিয়ে দীর্ঘ বৈঠক করেন।