Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

২০ মিনিটের মোদি-মমতা বৈঠকে কী হল

Updated : 20 Dec, 2023 7:23 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: রাজ্যের প্রাপ্য টাকার দাবিতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে দরবার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ২০ মিনিট নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা এবং তৃণমূলের ১০ সাংসদের। মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানান। পরে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা রাজ্যের প্রাপ্য সেই টাকা দীর্ঘদিন ধরে আটকে রাখা রয়েছে। প্রধানমন্ত্রী আমাদের দাবিদাওয়ার কথা মন দিয়ে শুনেছেন। তিনি এ ব্যাপারে কেন্দ্র ও রাজ্যের অফিসার পর্যায়ে বৈঠকের আশ্বাস দিয়েছেন।

এদিন বৈঠক শেষে মমতা বলেন, রাজ্যের প্রাপ্য অর্থ নিয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদির সঙ্গে৷ আমরা রাজ্যের চাহিদার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি৷ কেন্দ্রের থেকে ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা পায় রাজ্য। তিনি মন দিয়ে সবটা শুনেছেন৷  ১০০ দিনের কাজে রাজ্যকে এক পয়সা দেয়নি কেন্দ্র। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। যা তথ্য চাওয়া হয়েছিল, সব দেওয়া হয়েছে। সব ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও টাকা আটকে রাখা হয়েছে। গরিবের টাকা আটকে রাখা উচিত নয়। মমতা জানান, প্রধানমন্ত্রী  রাজ্য এবং কেন্দ্রের অফিসার পর্যায়েরে বৈঠকের প্রস্তাব দিয়েছেন।