Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বদলা আমি নেব না, বদল আমি করবই, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

Updated : 16 Jan, 2023 7:52 PM
AE: Samrat Saha
VO: Payel Roy
Edit: Arpan Ghosh

বদলা আমি নেব না, কিন্তু বদল আমি করবই। মুর্শিদাবাদের (Murshidabad) মাটিতে দাঁড়িয়ে ফের পুরনো রণং দেহি মূর্তিতে খুঁজে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। সোমবার ভাষণের শুরু থেকেই কেন্দ্রীয় সরকার (Central Govt) তথা বিজেপির (BJP) বিরুদ্ধে খড়্গহস্ত হলেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, তোমরা যদি আমাদের ভাতে মারার চেষ্টা করো, তাহলে জেনে রাখো আমরা ধান জন্মাই, আমরা আলু জন্মাই। তোমরা কেন, কেউ বাংলাকে ভাতে মারতে পারবে না। টাকা নেই, বিজেপির ভোট নেই। 

তিনি বলেন, আমরা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা করে, তাদের ক্লোজার হয়ে এসেছে। ১০০ দিনের কাজের টাকা থেকে অন্যান্য অনেক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে দিল্লি। তোমরা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছ। আজকে ক্ষমতায় আছ বলে হিরো, না থাকলেই জিরো। যারা কাজ করে খায়, তারা মাসের শেষে যদি টাকা না পায়, তাহলে কী করে খাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নাম না করে আক্রমণ শানিয়ে বলেন মুখ্যমন্ত্রী।