
Mamata Banerjee | M K Stalin | স্ট্যালিনকে ফোন মমতার, অ-বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের বৈঠকের পরামর্শ
কলকাতা: বুধবারই নবান্নে সাংবাদিক সম্মেলনে বিরোধী ঐক্যের প্রসঙ্গে টর্নেডোর বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি রাজ্যপাল ইস্যুতে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপালের বিজেপির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। এখানকার কয়েকজন বিজেপি নেতার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। এরইমাঝে বুধবারই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin) সঙ্গে রাজ্যপাল ইস্যুতে ফোনালাপ মমতার। কিছুদিন আগেই বিজেপি (BJP) বিরোধী রাজ্যগুলির রাজ্যপালদের অগণতান্ত্রিক কার্যকলাপ এবং বৈষম্য়ের প্রতিবাদে মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেই উদ্যোগকে প্রশংসা করে বুধবারই স্ট্যালিনের সঙ্গে কথা বললেন মমতা। প্রয়োজনে তাঁদের সঙ্গে বৈঠক বসার পরামর্শ দেন মমতার। এদিন আগামী লোকসভা নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রায় ৩০ মিনিট কথা হয় দুজনের।
প্রসঙ্গত, তামিলনাড়ু বিধানসভায় রাজ্যপাল সংক্রান্ত প্রস্তাবনা পাশ করানোর পর দেশের সকল অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন স্ট্যালিন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছেও সেই চিঠি পাঠানো হয়। চিঠিতে অনুরোধ করা হয়, তাঁরাও যেন বিল পাশের ক্ষেত্রে রাজ্যপালকে সময় বেঁধে দেওয়ার প্রস্তাবনা পাশ করান। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে রাজ্যপালরা অগণতান্ত্রিক ভাবে কাজ করছেন। এই আবহে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের আলোচনার প্রস্তাবও দেন স্ট্যালিন। সেই নিয়েই গতকাল মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে কথা হয় স্ট্যালিনের। এই কথপোকথনের ব্য়াপারে টুইট করে স্ট্যালিন লেখেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমরা অ-বিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালদের অগণতান্ত্রিক কাজকর্মের বিরোধিতায় যে উদ্যেোগ নিয়েছি, তিনি তার প্রশংসা করেছেন। তিনি আমাদের পদক্ষেপকে সমর্থনও জানিয়েছেন। বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বৈঠক বসার পরামর্শ দিয়েছেন তিনি।