Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

‘দিদিকে বলো’ নম্বরে ফোন, ঘর পেল সুন্দরবনের ১৪৯টি পরিবার

Updated : 9 Dec, 2024 3:41 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Aiyushe Maity

সুন্দরবন: শীত, গ্রীষ্ম, বর্ষা এতদিন খোলা আকাশের নীচে রাত কাটাতে হত। কিন্তু রাজ্যে সরকারের উদ্যোগে মাথার ছাদ পেল সুন্দরবনের (Sudarban) ১৪৯টি পরিবার। হিঙ্গলগঞ্জ (Hingalgunge) ‘দিদিকে বলো’ (Didike Bolo) নম্বরে ফোন করে, ঘর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ জানিয়েছেন তারা। এই মানুষগুলির বক্তব্য, কোনদিন ঘর পাব বলে আশা করিনি। মুখ্যমন্ত্রী আজ তাঁদের সেই দুর্দশা দূর করে দিয়েছেন।

দরিদ্র সীমা নিচে থাকা এই পরিবারগুলো এর আগে বারবার প্রধান ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে ঘর পাওয়ার জন্য আবেদন জানিয়েছিল।

২০১৮-১৯ সালে সেই তালিকায় নাম ওঠেনি। এই প্রথম ‘দিদিকে বলো’ ফোন নম্বরে ফোন করে প্রকল্পের আওতায় ঘর পেল।  এতদিন খোলা আকাশের নিচে থাকত যারা, আজ মাথার উপর ছাদ পেয়ে রীতিমতো খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথের স্যান্ডেলের বিল পাঁচটি পরিবার শেফালী গাইন ,খালেক গাজী ,আব্দুল সামাদ গাজী, সহ ১৪৯টি পরিবার। গত সপ্তাহ প্রথমেই এই প্রকল্পের অধীনে ঘর পেল একশোর বেশি পরিবার।

বুকভরা আনন্দ নিয়ে তাদের বক্তব্য, আমরা কোনদিন ঘর পাব আশা করিনি।

স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকে শুধু এই গ্রামে পাঁচটি পরিবার নয় হিঙ্গলগঞ্জ ব্লকে ১৪৯ টি পরিবার দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে সরাসরি আবাস যোজনা ঘর পেয়েছেন। আমরাও খুশি।