Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

সন্দেশখালিতে ‘সন্দেশ’ মমতার, ঘোষণা একগুচ্ছ প্রকল্পের

Updated : 30 Dec, 2024 6:06 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhay
Edit: Aiyushe Maity

সন্দেশখালি: ১ বছর পর সন্দেশখালিতে (Sandeshkhali) পা রখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আন্দোলনের সময় আন্দোলনকারীরা বার বার দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী একবার সেখা যাক তাঁদের সঙ্গে দেখা করুক। বছরের শেষে সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। সভাস্থলে মহিলাদের জমায়েত চোখে পড়ার মতো। সোমবার ১২৩ কোটি টাকা খরচে ৬৬ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। এদিন সভা থেকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। তিনি সন্দেশখালির বাসিন্দাদের প্রকল্পের টাকা নিয়ে সাবধান হতে বার্তা দেন। শুধুতাই নয় সেখানকার বাসিন্দাদের মিলেমিশে থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বলেন, সকলে মিলেমিশে থাকবেন। দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না। হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া, বসিরহাটে কিছু হলেও তিনি কয়েক সেকেন্ডে জানতে পারবেন। তাই কেউ যেন কিছুতে ভয় না পান সে কথাও বলেন মমতা। তিনি বলেন, ২৪ ঘণ্টা পাহারাদারের কাজ করেন সাধারণ মানুষের জন্য। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে নানা অভিযোগ উঠেছে।  এদিন সভা থেকে সকলকে সাবধান করলেন মমতা। তিনি আরও বলেন, আপনাদের প্রকল্পের জন্য টাকা লাগে না। সরকারি প্রকল্পের টাকা কাউকে দেবেন না। প্রকল্পের টাকা আপনার, তার উপর আপনার অধিকার রয়েছে। সভা থেকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে ডিএসটির টাকা বাকি। একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে। সেই টাকা আমরা পাইনি। আমাদের থেকে সব টাকা দিয়েছি। আমি জানি এখানে টাকার অঙ্কে খেলা হয়েছে। ওই টাকায় যেন কেউ হাত না দেন। সিপিএমকে বিঁধে বলেন, যারা সবথেকে বেশি মানুষকে অত্যাচার করত যারা, তারা এখন বড় বড় কথা বলছে।

সোমবার উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করেন। ১২৩ কোটি টাকা খরচ করে ৬৬ প্রকল্পের উদ্বোধন হয়। বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী। আর ৪২ টি প্রকল্পের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ২০ হাজার লোকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ২৩ হাজার কোটি টাকা উত্তর ২৪ পরগনা জেলাকে দেওয়া হয়েছে। ৪৫০০ কোটি খরচ করে জলের প্রকল্প হচ্ছে। জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় প্রায় ১৫ লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে। জিএসটির টাকা থেকে বাংলার বাড়ি প্রকল্পে খরচ করি। এই জেলায় ৬ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে গিয়েছে। বাংলার বাড়ি কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল। ১৬ লক্ষ মানুষ আগামী দেড় বছরের মধ্যে বাড়ির ব্যবস্থা করে দেব। ৫৬ হাজার মানুষ এই জেলাতে বাড়ি পেয়েছেন। মুড়িঘাটা ব্রিজ হয়েছে ইছামতী নদীর উপর। বনবিবি সেতু হয়েছে।