Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রাজ্যের নতুন প্রকল্প ‘যোগ্যশ্রী’, জেনে নিন সুবিধা কী কী

Updated : 8 Jan, 2024 8:20 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: সোমবার ধন্যধান স্টেডিয়াম থেকে রাজ্যের নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই ‘যোগ্যশ্রী প্রকল্পের (Yoggyashree Scheme) মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া বিশেষ করে তপসিলি জাতি (Scheduled Caste) ও আদিবাসী ছাত্রছাত্রীরা বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশিকা নিতে পারবেন। এবার থেকে এই প্রকল্পে জয়েন্ট, নিট পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্প রাজ্যের এসটি, ওবিসিদের জন্য যুগান্তরকারী সিদ্ধান্ত। তিনি ঘোষণা করেন, ১ থেকে ৭ জানুয়ারি পড়ুয়া সপ্তাহ পালন রাজ্য সরকারের।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন জানাতে হবে www.wbbcdev.gov.in এই সাইটে গিয়ে। একই সঙ্গে ‘যোগ্যশ্রী’ প্রকল্পের মাধ্যমে তফশিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্যও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি জেলায় ২টি করে সেন্টার খোলা হবে এই প্রশিক্ষণের জন্য। পাশাপাশি এদিন আরও নতুন ইনটার্নশিপ স্কিম চালু করেন মমতা। তিনি বলেন, চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবে। এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে। ইনটার্নশিপ করার সময় দশ হাজার টাকা রেগুনারেশান পাবেন। এই ভাবে গ্রাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা।