Mamata Banerjee | Delhi | চলতি মাসেই দিল্লি যেতে পারেন মমতা, হতে পারে বিরোধী জোটে আলোচনা
নয়াদিল্লি ও কলকাতা: চলতি মাসেই নীতি আয়োগের বৈঠকে (Niti Aayogs Meeting) যোগ দিতে দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে। ওই সময়ই দিল্লিতে (Delhi) বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হতে পারে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মমতা। সেই বৈঠক থেকে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, মত রাজনৈতিক মহলের।
আগামী ২৭ মে মমতার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মমতার। এরপর তিনি বিরোধী দলগুলির শীর্ষনেতাদের বৈঠকে হাজির থাকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার (Nitish Kumar Chief Minister of Bihar) ছাড়া বৈঠকে উপস্থিত থাকতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, বৈঠকে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়্গেও (Mallikarjun Kharge Leader of the Opposition in Rajya Sabh) উপস্থিত থাকতে পারেন। কিন্তু এই বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক উপস্থিত থাকবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik Chief minister of Odisha) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ২০২৪-এর লোকসভা ভোটে কোনও জোটে তিনি নেই।
তবে বৈঠক নিয়ে কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি। রাজনৈতিক মহলের মত, কর্নাটকের ভোটের রেজাল্টের দিকে তাকিয়ে রয়েছে কংগ্রেস। এদিনের গণনা বলছে, কর্নাটককে কুর্সি বদলের পথে। ক্ষমতা বসলে বাড়তি অক্সিজেন পাবে প্রাচীন রাজনৈতিক দলটি। চাঙ্গা হবে বিরোধী জোটও।
২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে গিয়ে বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। লোকসভার আগে বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলোকে এক ছাতার তলায় আনার জন্য উদ্যোদী নীতীশ। এর আগে ওড়িশায় গিয়ে নবীনের সঙ্গে সাক্ষাৎ করেন নীতীশ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিহারে বিজেপির সঙ্গে জোট ভাঙার পরই নীতীশ কুমার দিল্লিতে গিয়ে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক করেন। সনিয়া গান্ধীকে বিরোধী জোটের নেতৃত্ব কংগ্রেসের হাতে রাখার কথা বলেন তিনি। গত মাসে নীতীশ কুমার এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejaswi Yadav) নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই সময় মমতা প্রস্তাব দেন পাটনায় বিরোধী দলের নেতাদের একটি বৈঠক ডাকার।