
পরিবহন মন্ত্রীর কাজ নিয়েই সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর
কলকাতা: রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রীর (Transport Minister Snehashis Chakraborty ) কাজের অভিজ্ঞতা নিয়েই এবার সন্দেহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি পরিবহন সহ একাধিক দফতরের কাজ নিয়ে অসন্তুষ্ট “মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, দফতরের মন্ত্রীর কতটা অভিজ্ঞতা আছে, সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। পরিবহন দফতরকে আরও কড়া হতে হবে।বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বৈঠকে মাঝেই এমন মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেই নবান্ন সূত্রে খবর।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব শীর্ষক বৈঠকে একাধিক দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।তিনি বলেন বিভিন্ন কাগজ কেন বেরিয়ে যাচ্ছে? ভূমি রাজস্ব দফতর ও স্বাস্থ্য দফতরের সচিবকে উদ্দেশ্য করে বলেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সচিব ও স্কুল শিক্ষা সচিব কে আরও কড়া হতে হবে। মমতা দফতরের কর্মীদের উদেশ্যে বলেন, উপরে যারা রয়েছেন তাদেরকে আরও কড়া হতে হবে। মুখ্যমন্ত্রীর অসন্তোষের মুখে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর এবং কারিগরি প্রশিক্ষণ দফতর। “কারিগরি শিক্ষা দফতরকে একটু অবহেলা করে হচ্ছে।”কারিগরি শিক্ষা সচিবকে দফতরকে আরও সময় দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ক্ষুদ্র ও কুটির শিল্প সচিব কেও দফতরকে আরও সময় দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।”অর্থ দপ্তরের অর্ডার ই হচ্ছে না অথচ তথ্য বেরিয়ে যাচ্ছে।”বৈঠকে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর।