Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

মোদির সঙ্গে বৈঠকে বাংলার প্রাপ্য আদায়ের হুঙ্কার মমতার

Updated : 14 Dec, 2023 12:13 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

শিলিগুড়ি: মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা কর্মসূচি থেকে ফের বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। বাংলার বঞ্চনা নিয়ে আরও একবার সরব হন তিনি। এদিন মমতা বলেন, ওবিসি প্রকল্পে টাকা বন্ধ করেছে কেন্দ্র। বাংলা কী করেছে। ভোট আসলেই মিথ্যে প্রতিশ্রুতি দেয় বিজেপি। আমরা রাজনীতি কম করি, উন্নতি বেশি করি।

একইসঙ্গে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। মমতা বলেন, ১০০ দিন ও আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যের টাকাও নিয়ে নিচ্ছে। শুনে রাখো বিজেপি, আমরা শুধু ভোটের সময় পাঁচ কেজি চাল, আটা দিই না। সারা বছর দিই। ভোট এসেছে, অমনি ঘণ্টা বাজাতে শুরু করে দিয়েছে। উত্তরবঙ্গ অবহেলিত নয়, উন্নত।