Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

রাজনৈতিক নেতারা একা নন, পুলিশ-সাংবাদিকও টাকা তোলেন, বিস্ফোরক দাবি মমতার

Updated : 28 Aug, 2023 10:59 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে একাংশের পুলিশ ও সাংবাদিকের উপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার সভামঞ্চ থেকে মমতা বলেন, অপরাধীরা অপরাধ করছে। আর চোখ বুজে পুলিশ দেখছে। সব পুলিশ নয়। আমি যেমন অ্যান্টি র‌্যাগিং কমিটি তৈরি করেছি, তেমন অ‌্যান্টি কোরাপসন সেল তৈরি করেছি। আমরা নজর রাখছি দেখার জন্য। আইন না থাকা সত্ত্বেও তাদের কাজ থেকে কেন টাকা নেবেন বলেও প্রশ্ন তোলেন মমতা।

এদিকে সাংবাদিকের উপর ক্ষোভ উগরে তিনি বলেন,  ধূপগুড়ির উপ নির্বাচনের জন্য শুনলাম বিজেপির লোকজন সব হোটেল বুক করে নিয়েছে। আমাদের লোক ওখানে গিয়ে থাকবে তার উপায় নেই। ওরা ভাবে টাকা দিয়ে সব হবে। সাংবাদিকদের আমি দোষ দিই না। সকালবেলায় বিজেপি-র পার্টি অফিস থেকে বলে দেওয়া হয় এটা চালাবে। বিজেপি জিতছে এই করেছে ওই করেছে এটা চলেছে। যারা লিখছেন তাদের ঘর আমি যদি খুলি, তাঁরা কাদের থেকে টাকা নেন সেই তদন্ত যদি করি তাহলে দেখিয়ে দেব রাজনৈতিক নেতারা একা টাকা কালেকশন করে না। সাংবাদিকরা কালেকশন করে।