Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Madhyamik HS | মাধ্যমিক- উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দেবে রাজ্য

Updated : 27 May, 2023 6:58 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

কলকাতা: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দেবে রাজ্য। আগামী ১ জুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে এই অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন তিনি।

যদিও আগে ঠিক হয়েছিল আগামী ৬ জুন ধনধান্য স্টেডিয়ামে সমস্ত কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। কিন্তু পরে বিশেষ কারণে অনুষ্ঠান সূচিতে বদল আনা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছরই রাজ্য সরকারের তরফে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়। তবে করোনা মহামারির কারণে মাঝে দু’বছর কোনও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে গত বছর থেকে ফের পুরোদমে এই সংবর্ধনা দেওয়া হয়। যুক্ত হয় মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রীরাও। সূত্রের খবর, খুব শীঘ্রই কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর বেশি দেরি করলে সংবর্ধনায় ছাত্র-ছাত্রীদের পাওয়া নাও যেতে পারে। এর আগে এই অনুষ্ঠানের আয়োজন করা হত কলকাতা টাউন হলে।

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা-সহ এই সমস্ত পরীক্ষায় ফলপ্রকাশের পরই টুইট করে শুভেচ্ছা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। মেধাতালিকায় থাকা অনেক ছাত্র-ছাত্রীদেরই ব্যক্তিগতভাবে ফোন করে ছিলেন তিনি। এবার আগামী ১ জুন কৃতীদের সামনে দাঁড়িয়ে নিজে হাতে সংবর্ধনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতী ছাত্র-ছাত্রীদের অভিভাবকদেরও এই সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।