Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

নেতা-কাউন্সিলররা বেআইনি জমি দখলে মদত দিলে গ্রেফতারের হুঁশিয়ারি মমতার

Updated : 27 Jun, 2024 3:52 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

হকার উচ্ছেদ (Hawker’s Eviction) সরকারের লক্ষ্য নয়। ফের পুলিশ-নেতাদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের পর বৃহস্পতিবারও নবান্ন থেকে পুলিশ ও নেতা মন্ত্রী তুলোধনা করলেন মমতা। তিনি সাফ বলেন, নতুন করে হকার বসালে গ্রেফতার করা হবে। যে যে কাউন্সিলর বেআইনি ভাবে জমি দখলে মদত দিচ্ছেন তাদের গ্রেফতার করা হবে। যত বড়ই নেতা হোক না কেন, কাউকে রেয়াত হবে না। তিনি বলেন, প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলে দেবেন, সেটা হবে না। হকারদের থেকে চাঁদা তোলা বন্ধ করুন।

সোমবার নবান্নের (Nabanna) বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া বার্তার পর  কলকাতা থেকে জেলায় জেলায় চলছে ফুটপাথ দখলমুক্ত অভিযান। এমনকি বুধবার শহরের বেশকিছু জায়গায় বেআইনি নির্মাণ ভাঙতে চলছে বুলডোজারও। এরপরই বৃহস্পতিবার সাতটি কর্পোরেশনের মেয়র, পুরসভার চেয়ারম্যান, জেলাশাসক, পুলিশ সুপারদের বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুলিশকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে দুর্বল হলে চলবে না। কোনও রাজনৈতিক দল দেখে সিদ্ধান্ত নেবেন না। যে দলেরই লোক হোক অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পুলিশ যদি অন্যায়কে প্রশয় দেয় তো তাকে সঙ্গে সঙ্গে বদলি করে দেওয়া হবে।