সংসদের অধিবেশন শুরুর আগে মমতা চিদম্বরম গোপন বৈঠক
কলকাতা: নতুন সংসদ অধিবেশন শুরুর আগে আচমকাই নবান্নে পি চিদম্বরম (P Chidambaram)। বৃহস্পতিবার দুপুরে নবান্নে আসেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আধ ঘণ্টার বেশি সময় বৈঠক (Meeting) হয় দুজনের। নতুন সংসদের অধিবেশন বসবে ২৪ জুন। তার আগে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এই বৈঠক নিয়ে কোনওপক্ষই মুখ খোলেননি।
আগামী সপ্তাহে সংসদের অধিবেশনে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে চেপে ধরতে চায় সরকারপক্ষ। লোকসভায় ১০ বছর পর এবার বিরোধী আসন পেয়েছে কংগ্রেস। ইন্ডিয়ার জোট শরিকদের পাশে নিয়েই আক্রমণ চালাতে চায় কংগ্রেস। তার জন্যই এই উদ্যোগ এআইসিসির। এবার ৯৯ জন সাংসদ নিয়ে সংসদে শক্তিশালী হয়েছে কংগ্রেস। এমত অবস্থায় তৃণমূলের মতো জোট শরিককে পাশে নিয়ে আক্রমণ চালানো গেলে তা আরও সুবিধা দেবে।
আরও পড়ুন: জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
এদিকে মমতা চিদম্বরম বৈঠক নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কিছুই জানে না বলে জানিয়েছে রাজ্য কংগ্রেস। পশ্চিমবঙ্গের কংগ্রেস মমতার হাত ধরতে নারাজ। বরং তারা সিপিএমের সঙ্গে জোট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। বিধানসভা, লোকসভা নির্বাচনে সেই জোট ব্যর্থ হলেও মমতার হাত ধরতে নারাজ বাংলার কংগ্রেস। তাই প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে না জানিয়ে এই সাক্ষাত বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সংসদের এই বিশেষ অধিবেশন চলবে আট দিন। শেষ হবে ৩ জুলাই। ২৬ জুন অধ্যক্ষ নির্বাচন।