
আরজি করের আবহে কলকাতার হাসপাতাল পেল সেরার স্বীকৃতি, জানালেন মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক: আর জি কর (RG Kar Hospital) কাণ্ডের আবহে রাজ্যের পালকে নয়া স্বীকৃতি। কলকাতা মেডিক্যাল কলেজকে (Kolkata Medical College Hospital) পূর্ব ভারতের সেরা মেডিক্যাল গবেষণা প্রতিষ্ঠানের স্বীকৃতি আইসিএমআরের (ICMR)। তালিকায় দুই নম্বরে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ্যান্ডলে এই তথ্য জানিয়েছেন।
লন্ডন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি লিখেছেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এই ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা। আমি সবসময় মনে করি বাংলায় দেশের সেরা স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে। যা প্রত্যেকের কাছে মডেল। আমাদের স্বাস্থ্য পরিষেবায় আমার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করে এই স্বীকৃতি। উল্লেখ্য, আর জি কর হাসপাতালে গত ৯ অগাস্ট তরুণী ডাক্তারের ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা খবরের শিরোনামে আসে। কলকাতার হাসপাতাল এই স্বীকৃতি পাওয়ায় খুশি সংশ্লিষ্টমহল।