সিটির অপ্রত্যাশিত হার, জিতল ম্যান ইউ, লিভারপুল
লন্ডন: প্রিমিয়ার লিগে (Premier League) শেষ তিন ম্যাচ ড্র করেছিল ম্যাঞ্চেস্টার সিটি (Man City)। বুধবার রাতে অ্যাস্টন ভিলার (Aston Villa) বিরুদ্ধে তারা জয়ে ফিরবে, প্রত্যাশিত ছিল এমনটাই। কিন্তু সবাইকে অবাক করে ১-০ হেরে গেল পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে তিনি বড় মুখ করে বলেছিলেন, তাঁরাই লিগ চ্যাম্পিয়ন হবেন। এখনও মরসুমের অর্ধেকের বেশি সময় থাকলেও এই হার কিন্তু অস্বস্তি দেবে পেপকে।
ম্যান সিটির প্রতিপক্ষ যে হোক না কেন, তারা দাপট নিয়ে খেলে। প্রচুর গোলও করেন এর্লিং হালান্ডরা (Erling Haaland)। এমনও হয়েছে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে সিটি কিন্তু মোক্ষম সময়ে গোল খেয়ে হেরে গিয়েছে তারা। কিন্তু অ্যাস্টন ভিলা এদিন শুধু জেতেনি, সব বিভাগে সিটিকে দাপট দেখিয়ে জিতেছে। একটা পরিসংখ্যান দিলেই বিষয়টা স্পষ্ট হবে। এ ম্যাচে ভিলার খেলোয়াড়রা শট গোলে মেরেছেন ২২টি, সিটি সেখানে মাত্র ২টি। পেপের দল আরও গোল খেতে পারত। একমাত্র গোলটি করেছেন লিওন বেইলি।