সোনা জিতলেন মঞ্জু রানি, মুস্তাফা হাজরুলাহোভিচ টুর্নামেন্টে ভারতীয় বক্সারদের জয়জয়কার
সারায়েভো: মুস্তাফা হাজরুলাহোভিচ মেমোরিয়াল টুর্নামেন্টে (Mustafa Hazrulahovic Memorial Tournament) ফের ভারতীয় মুষ্টিযোদ্ধাদের জয়জয়কার। রবিবার সোনা জিতে টুর্নামেন্ট শেষ করলেন মঞ্জু রানি (Manju Rani)। ভারতের এই মহিলা বক্সার ছাড়া এই প্রতিযোগিতায় আরও আটজন সোনা জিতেছেন। সব মিলিয়ে ১০টা পদক জিতল ভারতীয় বক্সিং দল। রবিবার ৫০ কেজি বিভাগে আফগানিস্তানের সাদিয়া ব্রোমান্দকে (Sadia Broamnd) ৩-০ হারিয়েছেন মঞ্জু। গোটা ম্যাচে আধিপত্য রেখে জিতেছেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা মহিলা বক্সারের তকমাও পেলেন।
ছেলেদের ৫১ কেজি ক্যাটেগরিতে বরুণ সিং শাগোলশেম (Varun Singh Shagolshem) পোল্যান্ডের জাকুব স্লোমিনস্ককে ৩-০ হারিয়েছেন। ছেলেদের ৫৭ কেজি বিভাগে আকাশ কুমার (Akash Kumar) দুর্দান্ত লড়াই করা সত্ত্বেও সুইডেনের হাদি হাদ্রোসের কাছে হেরে গেলেন। হাদির পক্ষে খেলার ফলাফল হয় ২-১।
৬৩ কেজি বিভাগে আবার ভারতের জয়। প্যালেস্টাইনের মহমদ্দ সৌদকে ৩-০ উড়িয়ে দিলেন মণীশ কৌশিক (Manish Kaushik)। ৯২ কেজিতেও ভারতের জয়ের ধারা অব্যাহত। পোল্যান্ডের মাতেউসজ বেরেজনিকিকে ২-১ হারিয়েছেন নবীন কুমার (Naveen Kumar)।
অন্যান্য ভারতীয় বক্সার জ্যোতি, শশী, জিজ্ঞাসা, বীনাক্ষী, সতীশ কুমারদের জয়ী ঘোষণা করা হয় কারণ তাঁদের প্রতিপক্ষেরা লড়তে আসেননি।