Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদকে হারালাম…মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ বলি তারকাদের

Updated : 27 Dec, 2024 4:41 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhyay
Edit: Dipa Naskar

কলকাতা: বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Dr Manmohan Singh Passed Away)। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা দেশ। রাজনৈতিক দূরত্ব ভুলে শুক্রবার সকাল থেকে ওই বাড়িতে একে একে জড়ো হন শাসক এবং বিরোধী দলের নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞপন করেছেন বলি তারকারা।
বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

চিরঞ্জীবীও (Chiranjeevi) প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মনমোহন সিংয়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লেখেন, একজন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ডঃ মনমোহন সিং-জির মৃত্যুতে অত্যন্ত দুঃখিত। দেশ সর্বকালের সবচেয়ে উচ্চ শিক্ষিত, ভদ্র, মৃদুভাষী এবং নম্র নেতা ডঃ মনমোহন সিং-এর জন্ম দিয়েছে। অর্থমন্ত্রী হিসাবে তাঁর দূরদর্শী এবং খেলার জগতে পরিবর্তনকারী অবদান স্মরণীয় ৷ তাঁর অত্যন্ত সফল কার্যকাল ইতিহাসে চিরকাল লেখা থাকবে। তিনি আরও লিখেছেন, “আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে একজন অদম্য নেতার মেয়াদে সংসদ সদস্য এবং পর্যটন প্রতিমন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি।

তামিল অভিনেতা-পরিচালক কমল হাসান (Kamal Haasan) তাঁর এক্স হ্যান্ডেলে মনমোহন সিংয়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভারত তার অন্যতম বিশিষ্ট রাষ্ট্রনায়ক এবং পণ্ডিতকে হারাল। ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে ভারতীয় রাজনীতিতে এক যুগের অবসান হল।

অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma) মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর এক সাক্ষাৎতের পুরনো ছবি শেয়ার করেছেন। শোক প্রকাশ করে কপিল লেখেন, ভারত আজ তাঁর অন্যতম সেরা নেতাকে হারাল। ভারতীয় গণতন্ত্রের বুননকে শক্তিশালী করেছেন। তাঁর বুদ্ধিমত্তা, নিষ্ঠা ও দৃষ্টি আমাদের দেশকে বদলে দিয়েছে। আপনার আত্মার শান্তি কামনা করি ডঃ সিং। আপনার অবদান কখনই ভোলা যাবে না’।

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকা প্রকাশ করেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগপূর্ণ নোট দিয়ে দুঃখ প্রকাশ করেছেন ৷ যেখানে তিনি লিখেছেন, “ওহ ওয়াহেগুরু ৷”

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) ইনস্টাগ্রাম স্টোরিতে মনমোহন সিংয়ের একটি ছবি শেয়ার করেছেন এবং একটি নোটে লিখেছেন, ‘ডঃ মনমোহন সিংয়ের যাত্রা এবং জাতির প্রতি সেবা সত্যিকারের জ্ঞান এবং অনুগ্রহকে প্রতিফলিত করে। একজন অসাধারণ নেতা এবং তার চেয়েও অসাধারণ একজন মানুষ। তাঁর পরিবার এবং অগণিত প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।’

সঞ্জয় দত্ত (Sanjay Dutt) তাঁর ইনস্টাগ্রামে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, “ড. মনমোহন সিং জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দেশের জন্য তাঁর অবদান কখনো ভোলার নয়।”

শোকপ্রকাশ করেছেন অভিনেতা সানি দেওলও (Sunny Deol)। তিনি মনমোহন সিংকে ‘দূরদর্শী নেতা’ বলে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি লেখেন, ‘ভারতের অর্থনৈতিক উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।

রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) তার বাবা বিলাসরাও দেশমুখের সঙ্গে মনমোহন সিংয়ের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, “আজ আমরা ভারতের অন্যতম সেরা প্রধানমন্ত্রীকে হারিয়েছি। যিনি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতি দিয়েছেন। তাঁর আত্মা শান্তিতে থাকুক। ধন্যবাদ মনমোহন সিং জি।”