গান স্যালুটে পঞ্চভূতে বিলীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
নয়াদিল্লি: যমুনার তীরে পঞ্চভূতে বিলীন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh Funeral)। নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লির নিগমবোধ ঘাটে অন্ত্যোষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন স্ত্রী, কন্যা এবং পরিবারের অন্য সদস্যরা। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu), সোনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ আরও অনেকে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে নিগমবোধ ঘাটে ভিড় জমিয়েছেন শত শত মানুষও। সেখানে গান স্যালুটে বিদায় জানানো হয় মনমোহনকে। তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক চলছে দেশজুড়ে। অর্ধনমিত জাতীয় পতাকা।
শনিবার কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হয় মনমোহন সিংয়ের মরদেহ। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল, সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার, রেবন্ত রেড্ডি-সহ শীর্ষ কংগ্রেস নেতারা।শেষকৃত্যের সময় কাঁধ দিলেন রাহুল গান্ধীও। অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ে মাথায় রুমাল বেঁধে মনমোহনের দেহ কাঁধে তুলে নিলেন তিনি। মনমোহন সিংয়ের প্রয়াণে দেশে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। এই সাত দিন অর্ধনমিত থাকবে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা। একইসঙ্গে বাতিল থাকবে যে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান। কংগ্রেসের তরফেও আগামী সাত দিন সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করা হয়েছে।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, কংগ্রেস এবং মনমোহন সিংয়ের দাবি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের জন্যে জমি দেওয়া হবে।