মনমোহন সিংকে শ্রদ্ধা, পিছল ‘সিকন্দর’-এর টিজার মুক্তি
কলকাতা: ২৭ নভেম্বর শুক্রবার। বিটাউনের অন্যতম ‘খান’ সলমনের ৫৯ জন্মদিন। কথা ছিল, জন্মদিনে মুক্তি পাবে তাঁর নয়া ছবির ট্রেলার। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘সিকন্দর’ (Sikandar) ছবির প্রথম পোস্টার (Sikandar Poster Release)।
ছবির পোষ্টার মুক্তির সঙ্গে সঙ্গে আরও একটি বড় ঘোষণা করেছিলেন সলমন খান (Salman Khan)। সুপারস্টার জানিয়েছিলেন, ২৭ নভেম্বর মুক্তি পাবে ছবির পয়লা ঝলক। ভাইয়ের কথা মতো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা।
তবে বৃহস্পতিবার রাতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে গোটা দেশে শোকের ছায়া। এমতাবস্থায় নতুন ছবির টিজার রিলিজ ঠিক হবে না বুঝতে পেরেছন অভিনেতা ও নির্মাতারা। তাই পিছিয়ে দেওয়া হল টিযার মুক্তির তারিখ। সিকন্দর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারের পরিবর্তে এই ছবির ট্রেলার মুক্তি পাবে ২৮ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ।