বার্লিন পাড়ি দিল মনোজের ছবি ‘দ্য ফেবল’
Updated : 26 Jan, 2024 7:12 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
মুম্বই: রাম রেড্ডি (Raam Reddy) পরিচালিত ‘দ্য ফেবল’ (The Fable) ছবিটি দেখানো হবে এবার বার্লিন চলচ্চিত্র উৎসবে (Berlin International Film Festival)। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। গত ৩০ বছরে মাত্র দুটি ভারতীয় সিনেমা জায়গা পেয়েছে এই উৎসবে। তারমধ্যে একটি ‘দ্য ফেবল’। ৭৪তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিনেই এই সিনেমা দেখানো হবে বলে শোনা গেছে।
‘গ্যাংগস অফ ওয়াসেপুর’ খ্যাত অভিনেতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘দ্য ফেবল’ ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। রাম রেড্ডির মত একজন ক্রিয়েটিভ পরিচালকের সঙ্গে কাজ করলে অনেক কিছু জানা যায়। বার্লিনে এই ছবি দেখানো হলে সারা পৃথিবীর কাছে এটি পৌঁছে যাবে। সবাই জানতে পারবে ভারতীয় ছবির গল্প বলার ধরনে বিশেষত্ব আছে।
Tags: