
বলিউডের ‘ দেশপ্রেমী ‘ র চিরবিদায়! প্রয়াত মনোজ কুমার
ওয়েব ডেস্ক : প্রয়াত বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মনোজ কুমার( Manoj Kumar)। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। একাধিক দেশাত্মবোধক সিনেমায় অভিনয়ের দ্বারা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। চলচ্চিত্র জগতে দেশাত্মবোধক সিনেমায় অভিনয়ের জন্য তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। অনুরাগীরা ভালবেসে মনোজ কুমারকে ডাকেন ‘ ভারত কুমার ‘।
৮৭ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা।
জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই মনোজ কুমার বার্ধক্য জনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে। কিন্তু শেষ রক্ষা হলো না। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
অভিনেতা এবং পরিচালক মনোজ কুমারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র জগতের অনেকেই। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মনোজ কুমারের অভিনয়ের জীবনে রয়েছে একাধিক সিনেমা। ‘ শহীদ ‘ , ‘ উপকার ‘, থেকে শুরু করে ‘ রোটি কাপড়া অউর মকান’ ইত্যাদি বহু দেশাত্মবোধক ছবিতে তিনি অভিনয় করে মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন।