ইতিহাসে মনু, মিক্সড ইভেন্টে সঙ্গী শুটার সরবজ্যোত, শুভেচ্ছা মোদির
Updated : 31 Jul, 2024 3:54 PM
AE: Abhijit Roy
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee
প্রথম ভারতীয় হিসেবে নজির মনু। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ (10m Air Pistol Mixed Team Bronze Medal) জিতল মনু ভাকের (Manu Bhaker)-সরবজ্যোত সিং (Sarabjot Singh) জুটি। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দিলেন ১৬-১০ স্কোরে। ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতল ভারত। ভারত দ্বিতীয় পদক জেতার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী লেখেন, শুটাররা আবার দেশকে গর্বিত করল। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য শুভেচ্ছা মনু ভাকের এবং সরবজ্যোত সিংকে।
Tags: