Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

“সুপরিকল্পিত চক্রান্ত…”, বিয়ের ভিডিও নিয়ে বললেন ম্যাকাউট-এর অধ্যাপিকা

Updated : 30 Jan, 2025 5:15 PM
AE: Parvej Khan
VO: Juhita Ghosh
Edit: Mousumi Biswas

কলকাতা: বুধবার সকাল থেকেই অধ্যাপিকা-পড়ুয়ার বিয়ে (MAKAUT Marriage Controversy) নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একটি ভিডিও (Viral Video) দেখেই ‘নানা মুনি নানা মত’ দিয়েছেন। শেষমেষ এই সম্পূর্ণ বিষয়টি বিয়ে মুখ খুললেন নদিয়ার (Nadia) হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওরফে ম্যাকাউট-এর অধ্যাপিকা। তিনি বললেন, এই ভিডিও ভাইরালের ঘটনা আসলে তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। অধ্যাপিকার দাবি, তাঁর এক সহকর্মী অধ্যাপক পরিকল্পিতভাবে এই ভিডিও ছড়িয়ে দিয়েছেন।

গোটা ঘটনার সূত্রপাত খুব বেশি আগে হয়নি। সম্প্রতি, সামাজিক মাধ্যমে (Social Media) একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক অধ্যাপিকা লাল বেনারসি পরে রয়েছেন, গলায় রয়েছে রজনীগন্ধার মালা। এক ছাত্র তাঁকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ক্লাসরুমে এমন দৃশ্য দেখে সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, কীভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে এইভাবে অসম বয়সের সম্পর্কের বিয়ে (Professor Student Marriage) সম্ভব।

বিতর্ক ছড়িয়ে পড়তেই ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসের ‘অ্যাপ্লায়েড সাইকোলজি’ বিভাগের ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে জানানো হয়, অধ্যাপিকা মৌখিকভাবে জানিয়েছেন যে, এটি একটি নাটকের দৃশ্য ছিল এবং ফ্রেশার্স’ অনুষ্ঠানের জন্য এই নাটকের রিহারশেল চলছিল। এদিকে ভিডিওতে থাকা প্রথম বর্ষের ছাত্র সংবাদমাধ্যমের সামনে সেভাবে মুখ খুলতে রাজি হননি।