অভিষেকেই গোল এমবাপের, সুপার কাপ জয়ী রিয়াল
Updated : 15 Aug, 2024 8:54 PM
AE: Abhijit Roy
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee
দুই রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। রিয়াল মাদ্রিদ (Real Madrid) জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করলেন তিনি। দুই রোনাল্ডোর মতোই ফরাসি তারকার পরনে ছিল ৯ নম্বর জার্সি। এমবাপে শুধু গোল করলেন না, রিয়ালের হয়ে জিতে নিলেন প্রথম ট্রফি।
বুধবার রাতে ওয়ারস-তে উয়েফা সুপার কাপে (UEFA Super Cup) আটালান্টাকে ২-০ হারিয়ে ট্রফি জিতেছে রিয়াল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৯ মিনিটে মাদ্রিদের ক্লাবকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। তবে এই গোলের আসল কৃতিত্ব ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Jr)। বক্সের মধ্যেই দুরন্ত পায়ের কাজে ডিফেন্ডারকে এড়িয়ে নিচু ক্রস বাড়ান তিনি। প্রায় গোললাইন থেকেই গোলে বল ঠেলেন ভালভার্দে।
Tags: