Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি, চিহ্নিত ৬৮ দোকান

Updated : 2 Apr, 2025 5:07 PM
AE: Parvej Khan
VO: Subhangi Mukhopadhyay
Edit: Mousumi Biswas

ওয়েবডেস্ক: জীবনদায়ী ওষুধ (Medicine) নিয়ে রাজ্যের বেশ কয়েকটি ব্যবসায়ী মহল (Business Community ) ছিনিমিনি খেলছে। নির্ধারিত দামের (Fixed Price)  চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি।  ঘটনায় নড়েচড়ে বসেছে নবান্ন (Nabanna)। কড়া বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। গত মার্চ মাস জুড়ে অভিযান চালিয়ে কলকাতার ৬৮ টি দোকান চিহ্নিত করল রাজ্য।

ইতিমধ্যেই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রির তথ্য প্রমাণ স্বরাষ্ট্র দফতরের (Home Office) হাতে। কলকাতার ৬৮ দোকানকে চিহ্নিত করে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার (State Government)।

ক্যানসারের ওষুধ থেকে শুরু করে হাঁপানির ওষুধ, প্রেসারের ওষুধ সহ একাধিক ওষুধ বেশি দামে বিক্রির অভিযোগ।

স্বরাষ্ট্র দফতরের নির্দেশে রাজ্যের স্বাস্থ্য দফতর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি কে জানাল। এরপরেও বেশি দামে ওষুধ বিক্রি হলে করা হবে  লাইসেন্স বাতিল করা হবে, স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

কলকাতার পর জেলায় জেলায়ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি? অভিযান চালানোর নির্দেশ রাজ্যের। স্বাস্থ্য দফতরের নির্দেশ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের। নবান্ন সূত্রে খবর।