Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে ‘চায়েওয়ালি’ হয়েছেন শর্মিষ্ঠা

Updated : 16 Jan, 2023 7:20 PM
AE: Samrat Saha
VO: Indrani Banerjee
Edit: Arpan Ghosh

গুনিজনেরা বলেন যোগ্যতা যাই থাকুক না কেন, কোনও কাজই ছোটবড় নয়। পেশা (Occupation) আখেরে পেশা, তাই তাকে সবসময়ই সম্মান করতে হয়। কিন্তু, তাই বলে চায়েওয়ালি (Tea Seller) হওয়ার জন্য মোটা মাইনের চাকরি ছেড়ে দিতে পারবেন? তাও আবার ব্রিটিশ কাউন্সিলের চাকরি (British Council’s Job)। এমনটা আবার হতে পারে নাকি! হ্যাঁ, বাস্তবেই এমন উদাহরণ সৃষ্টি করেছেন দিল্লির পোস্ট গ্র্যাজুয়েট পাশ চায়েওয়ালি। আজ তাহলে সেরকমই এক ব্যতিক্রমী মহিলার সঙ্গে পরিচয় করে নিন। চায়েওয়ালি হওয়ার স্বপ্ন নিয়ে যিনি উচ্চ যোগ্যতাসম্পন্ন চাকরি ছেড়ে দিয়েছেন নির্দ্বিধায়।

শর্মিষ্ঠা ঘোষ (Sharmistha Ghosh)। ইংরেজি সাহিত্যে পোস্ট গ্র্যাজুয়েট (Post Graduate in English Litrature) করেছেন। দিল্লি ক্যান্টনমেন্টের গোপীনাথ বাজারে (Delhi Cantt’s Gopinath Bazar) এলেই চোখে পড়বে ঠেলা গাড়ির উপর তাঁর ছোট্ট চায়ের দোকান (Chai Stall on Wheels)। তাঁর স্বপ্ন একদিন টি-ক্যাফে (Tea Cafe) খুলবেন। এখানেই শেষ নয়, ইচ্ছে চায়োস (Chaayos)-এর মতো বড় চেইন বিজনেস (Chain Business) খুলবেন তাঁর স্বপ্নের টি-ক্যাফের। তাই ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি (British Council Library)-র চাকরি করতে করতেই একদিন সাহসী সিদ্ধান্তটা নিয়ে ফেলেন শর্মিষ্ঠা। চাকরি ছেড়ে (Quitting Job), ঠেলা নিয়ে সটান রাস্তায় চায়েওয়ালি হয়ে।