Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

মহাজোটে ‘ভাবমূর্তি’র স্থান নেই, জয়প্রকাশের বিহার থেকে শুরু হোক ঐক্যযাত্রা: মমতা

Updated : 24 Apr, 2023 5:43 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar


কলকাতা: ফের ইতিহাসের পাটলিপুত্রের মাটি থেকেই বিজেপি-বিরোধী ঐক্যের বীজ রোপণের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তাঁর দোসর তেজস্বী যাদবের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর ২০২৪ সালের লোকসভা ভোটে সমমনোভাবাপন্ন বিরোধী দলগুলির ঐক্যের কথা শোনা গেল তৃণমূল নেত্রীর মুখে। নীতীশ কুমার বলেন, আমাদের মধ্যে সব কথা হয়ে গিয়েছে। আমরা ঠিক করেছি, আগামী লোকসভা ভোটের আগে সকলকে একসঙ্গে বসে আলোচনা করতে হবে। সেখানেই ঠিক করা হবে, কী করতে হবে।
বিজেপির নামোল্লেখ না করে নীতীশ বলেন, এখন যারা দেশ শাসন করছে, দেশের মঙ্গলের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। ওরা কেবলমাত্র নিজের প্রচার করে বেড়াচ্ছে। দেশের উন্নয়নের জন্য কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উচ্চারণ না করেই বলেন, কেবল ওনাকে নিয়ে চর্চা চলছে। আমাদের দেশের যে পুরনো ইতিহাস আছে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আছে, সে সমস্ত বদলে দেওয়া চলছে। এ ব্যাপারে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। এরপর অন্যান্য দলের সঙ্গেও একজোট হয়ে বসে আলোচনা করব আমরা। পরবর্তী কৌশল সেখানেই ঠিক হবে বলে জানান নীতীশ।
মমতা বলেন, নীতীশজিকে আমি বলেছি জয়প্রকাশ নারায়ণের আন্দোলন যেমন বিহার থেকে শুরু হয়েছিল, তেমনই এবারও বিহারেই হোক প্রথম বিরোধী বৈঠক। শুরুতে একটা অন্তত ঘরোয়া আলোচনা হোক। তারপর না হয় কী করতে হবে, না হবে তা ঠিক করা যাবে। কিন্তু, প্রথমে একসঙ্গে বসে একটা বার্তা অন্তত দিতে হবে যে, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। আমি তো প্রথম থেকেই বলছি, আমার কোনও আপত্তি নেই। বিজেপিকে আমাদের জিরো বানাতে হবে। ওরা অনেক হিরো হয়ে গিয়েছে। ভুয়ো ভিডিয়ো বানাচ্ছে। তাই আমরা একসঙ্গে চলব বলে ঠিক করেছি। এরমধ্যে ব্যক্তিগত ভাবমূর্তির কোনও ব্যাপার নেই।
বিরোধী ঐক্যের ফর্মুলা কী হবে, এই প্রশ্নের জবাবে মমতা বলেন, আগে তো বসা হোক। একটা জায়গা থেকে শুরু হোক। তারপর ঠিক করা যাবে। মমতার কাছে জানতে চাওয়া হয়, বিরোধী ঐক্যে তো কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে, আপনারা কি একছাতার তলায় আসতে চান। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমরা সকলে একজোট হয়ে আছি। দেশের মানুষ লড়বে বিজেপির সঙ্গে। যদি আমাদের লক্ষ্য ঠিক থাকে, তাহলে পথ বেরবেই