
Meg 2 | New Trailer | ফিরছে রক্তপিপাসু হাঙরের দল,আগামী শুক্রবার বড়পর্দায় ‘মেগ ২’
লস এঞ্জেলস : প্রাগৈতিহাসিক যুগের রক্তপিপাসী হাঙরের(Sherk) দল ফিরছে রূপোলি পর্দায়।আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বেন হুইটলি(Bel Wheatly) পরিচালিত হলিউড ফিল্ম মেগ ২(Meg 2)।প্রকাশ্যে এল ছবির নতুন ট্রেলার (Trailer)।এই সায়েন্স ফিকশন ফিল্মে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা জ্যাসন স্ট্যাথাম।ভারতে ইংরেজি ছাড়াও হিন্দি ও তামিল তেলুগু ভাষায় প্রদর্শিত হবে মেগ ২।২০১৮ সালে মুক্তি পেয়েছিল হলিউড ফিল্ম দ্য মেগ(The Meg)।বক্সঅফিসে যথেষ্ঠ সাফল্য পেয়েছিল স্টিভ অল্টেনের মেগ: এ নভেল অফ ডিপ টেরর(Meg: A Novel Of Deep Terror) উপন্যাস(Novel) নিয়ে তৈরি ছবি।১৭৮ মিলিয়ন ডলার বাজেটের দ্য মেগ বিশ্বজুড়ে ব্যবসা করেছিল ৫৩০ মিলিয়ন ডলারেরও বেশি।ডায়নোসরের যুগের লুপ্তপ্রায় একটি বিশাল হাঙরের দেখা মেলে মাঝ সমুদ্রে।যার নাম ম্যাগালোডন(Megladon)।সেই জায়েন্ট সার্কের গ্রাসে যেতে শুরু করে বহু জাহাজ থেকে সাবমেরিন।অনেক চেষ্টার পর মেরে ফেলা হয় সেই ম্যাগলাডনকে।
লুপ্তপ্রায় সেই রক্তপিপাসু হাঙরের গল্প ফের ফিরতে চলেছে সিনেমাহলে।এবার আর ম্যাগলাডন একা নয়,সদলবলে প্রতিশোধ নিতে ফিরছে সে।সমুদ্রের নিচে প্রাগৈতিহাসিক কালের প্রাণীদের খাদ্যচক্র নিয়ে গবেষণায় রত একদল বিজ্ঞানী।যার অনিবার্য ফলাফল ম্যাগলডন শার্কের প্রত্যাবর্তন।এর আগেও জুরাসিক পার্ক ছবিতে আমরা দেখেছি মহাকালের অমোঘ নিয়ম নিয়ে ছেলেখেলা করলে তার কি ভয়ংকর পরিণতি হতে পারে।মেগ ২ ছবিতেও হতে চলেছে ঠিক তেমনটাই।দ্য মেগ-এর মতো মেগ ২ তেও মুখ্যভূমিকায় অভিনয় করেছেন জ্যাসন স্ট্যাথাম।এছাড়াও ছবিতে দেখা যাবে একঝাঁক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের।