Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

ঘনীভূত আশঙ্কা, মেলবোর্ন টেস্টে আরও চাপে ভারত 

Updated : 27 Dec, 2024 4:53 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhyay
Edit: Dipa Naskar

কলকাতা: মেলবোর্ন টেস্টের (Melbourne Test) প্রথম দিনের শেষে ছিল আশঙ্কা, দ্বিতীয় দিনের শেষে সেই আশঙ্কা আরও ঘনীভূত হল। ফলো অন এড়ানো হয়নি, তার আগেই ভারতের ব্যাটিং লাইন আপের অর্ধেক প্যাভিলিয়নে ফেরত গিয়েছে। আকাশ দীপকে (Akash Deep) নৈশপ্রহরী হিসেবে নামানো হয়েছিল, কিন্তু তিনিও টিকতে পারেননি। দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে টিম ইন্ডিয়া, অজিদের এখনও ৩১০ রান পিছনে।

গতকাল ছয় উইকেটে ৩১১ রানে শেষ করেছিল অস্ট্রেলিয়া। ক্রিজে ছিলেন স্টিভ স্মিথ (Steve Smith) এবং অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ৩৫০-৪০০র মধ্যে ইনিংস গোটানো যাবে এমন একটা আশা ছিল। কিন্তু স্মিথ ১৪০ রানের বড় ইনিংস খেললেন, কামিন্সও ৪৯ করে ফেললেন। সবমিলিয়ে ৪৭৪ রান উঠে যায়।

ওপেনে নেমেও ব্যর্থ হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। যে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিলেন তার জন্য ‘বিটকেল’ ছাড়া অন্য কোনও শব্দ মাথায় আসছে না। রাহুলকে আউট হওয়ার জন্য দোষ দেওয়া যায় না, কারণ কামিন্সের ওই ডেলিভারিতে স্যর ডন ব্র্যাডম্যানকেও পরাস্ত করতে পারত। তবে যশস্বী জয়সওয়ালের আউটের জন্য বিরাট কোহলিকে দোষ দেওয়াই যায়।

দুজনের পার্টনারশিপ তরতর করে এগোচ্ছিল। আরও একটা নিশ্চিত শতরানের দিকে এগোচ্ছিলেন যশস্বী। ব্যক্তিগত ৮২ রানের মাথায় ঘটল বিপর্যয়। ফুল লেন্থের বল অন ড্রাইভ করেছিলেন তরুণ ওপেনার। মিড অনে দাঁড়িয়ে ছিলেন কামিন্স। যশস্বী রান নিতে দৌড়ে যান, কিন্তু তাঁর ডাকে সাড়াই দেননি কোহলি, তিনি পিছন ঘুরে বল দেখছিলেন। কামিন্স যখন বল ধরলেন যশস্বী রানার্স এন্ডে প্রায় পৌঁছে গেছেন, কিন্তু কোহলি একই জায়গায় দাঁড়িয়ে। রান আউট হলেন বাঁ-হাতি ব্যাটার। তার কিছুক্ষণ পরে স্কট বোল্যান্ডের বলে খোঁচা দিয়ে ফিরলেন কোহলিও।