Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ |
K:T:V Clock

৫ অগস্ট থেকেই ওরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবায় বড়সড় বদল

Updated : 31 Jul, 2024 4:11 PM
AE: Abhijit Roy
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর! ‘অরেঞ্জ’ লাইনে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো সূত্রে খবর, ৫ অগস্ট থেকেই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবার (Kolkata Metro Service) সময় বাড়ছে। বাড়তি মেট্রো রেক চালানো হবে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনে। প্রথম এবং শেষ মেট্রোর সময়েও বদল করা হচ্ছে। এবার থেকে ‘অরেঞ্জ’ লাইনে (Metro Services Increase Orange Line) সপ্তাহে ৫ দিনের পরিবর্তে ৬দিন মিলবে মেট্রো পরিষেবা। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৫ আগস্ট অর্থাৎ সোমবার থেকে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলাচল করবে। বর্তমানে এই লাইনে রোজ ৪৮টি মেট্রো চলে। এবার থেকে তা বেড়ে রোজ মোট ৭৪টি মেট্রো এই লাইনে চালানো হবে। অর্থাৎ ৩৭ আপ ও ৩৭ ডাউন মেট্রো চলাচল করবে রোজ।পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর। এ বার থেকে প্রথম মেট্রো দু’দিক থেকেই মিলবে সকাল ৮টাতে। অন্য দিকে, শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮টায়। এই লাইনে মেট্রো চলাচল শুরু হলেও এত দিন শুধু সোমবার থেকে শুক্রবার পর্যন্তই এই লাইনে পরিষেবা পাওয়া যেত। তবে রবিবার দিন কোনও পরিষেবা মিলবে না।