Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Migrant Labour | কাজ নেই, রাজ্য ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা

Updated : 26 May, 2023 5:59 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগেই জেলা ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা (Migrant LABOUR)। অভিযোগ ১০০ দিনের কাজ করেও ভাতা পান নি। জেলার বেশ কয়েকটি ব্লক থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ জন শ্রমিক ভিন রাজ্যে কাজের খোঁজে জেলা ছাড়ছে। এর আগে গত ২৩ মে জেলা প্রশাসনের কাছে কাজের দাবিতে পরিযায়ী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ (Agitation) দেখানো হয়।

পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়া (Purulia) জেলার কয়েকটি ব্লক থেকে কাজের খোঁজে পাড়ি দিচ্ছেন কয়েকশো পরিযায়ী শ্রমিক। সকাল থেকেই পুরুলিয়া রেল ষ্টেশনে (Rail Station) তাঁরা জড়ো হয়। অভিযোগ জবকার্ড রয়েছে। কাজ করেও মজুরি পায়নি তাই পেটের দায়ে সংসার চালাতে ঘর সংসার ছেড়ে কেউ কেউ আবার পরিবার নিয়ে জেলা ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরা। পাড়া, কাশিপুর, পুঞ্চা পুরুলিয়ার ২নম্বর ব্লক সহ একাধিক ব্লক থেকে শ্রমিকরা দলে দলে পুরুলিয়া রেল ষ্টেশনে জড়ো হয়েছে। কেউ যাবেন বিশাখাপত্তনম, কেউ বা তামিলনাড়ু, হায়দ্রাবাদ। মূলত রাজমিস্ত্রি ও হেল্পারের কাজ করার জন্য যাচ্ছে। তাঁদের বক্তব্য, গ্রাম পঞ্চায়েতকে বারবার বলা সত্ত্বেও কোনও কাজ পাচ্ছি না। জাবকার্ড আছে কিন্তু কাজ নেই। এম জি এন আর জি এসের কাজ নেই প্রায় ১ বছরের বেশি সময় ধরে। অনেকে কাজ করেও তাঁদের প্রাপ্য টাকাও পাইনি। তাই সংসার ফেলে পেটের টানে যেতে বাধ্য হচ্ছে জেলার বিভিন্ন গ্রামের পরিযায়ী শ্রমিকরা। এর আগেও বহু পরিযায়ী শ্রমিক কাজ না পেয়ে জেলা ছাড়তে বাধ্য হয়েছেন। 

জেলা কমিটি সদস্য, পরিযায়ী শ্রমিক সংগঠন ও নপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ভুবন সেন বলেন, কী করব। কাজ নেই। পেট চালাতে হবে। তাই বাধ্য হয়ে ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হচ্ছে। পাড়া ব্লকের বাগালমারি গ্রামনডিহা গ্রাম পঞ্চায়েত বাসিন্দা লালমোহন গোপ বলেন, এখন তো পঞ্চায়েতেও কাজ নেই। তা বাইরে যেতে হচ্ছে। কাশিপুর ব্লকের বেকো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আশা বাউরি বলেন, সংসার চলবে না বাইরে না গেলে। তাই যেতে হচ্ছে।