
কালো ড্রেসে মিমির ‘উষ্ণ’ ছোঁয়া
অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সৌন্দর্য এবং গ্ল্যামার বাবলিনেসে তাঁর অনুরাগীদের বারবার মুগ্ধ করে। কালো সর্ট ড্রেসে মিমি দুর্দান্ত ফটোশ্যুট করেছেন। ছবিতে প্রতিফলিত হয়েছে তাঁর আত্মবিশ্বাস। তাই তো মিমির দিক থেকে চোখ ফেরানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই ছবি কি আপনি দেখেছেন?
কালো বোল্ড আউটফিটে মিমি চক্রবর্তী সম্প্রতি ফটোশ্যুট করেছেন। এই ড্রেসে তাঁকে দুর্দান্ত দেখাচ্ছে। সরু হাতা ডিপকাট সর্ট ডেসে নায়িকাকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। কালো সঙ্গে গোল্ডেন কাজের এই আউটফিটে চমৎকার দেখাচ্ছে মিমিকে। আলো আধাঁরি পরিবেশে বং ডিভার কিলার এক্সপ্রেশন ঘুম কেড়েছে হাজার হাজার অনুরাগীর। ফটোশ্যুটের জন্যে মিমি খুবই সুন্দর একটি লুক সেট করেছিলেন। তাঁর এই ‘শার্প লুক’ দেখে যে চোখ ফেরানোই যাচ্ছিল না, এই কথা স্বীকার করতেই হয়।আউটফিটটি মিমির ফিগারকেও যে কমপ্লিমেন্ট দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর টোনড কার্ভলাইনকে হাইলাইট করেছিল এই কালো রঙের ড্রেস।