সেপ্টেম্বরের গোড়ায় দেশ জুড়ে প্রতিবাদ সপ্তাহের ডাক সিপিএমের
নয়াদিল্লি: নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মুল্যবৃদ্ধি, চাকরির সুযোগ সৃষ্টির দাবি নিয়ে ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর (September) পর্যন্ত সারা দেশে প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে সিপিএম (CPM)। দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য বামপন্থী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্যে রাজ্যে কনভেনশন করার কথাও রয়েছে। এছাড়াও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চ এবং সংযুক্ত কিষাণ মোর্চার আন্দোলনের কর্মসূচি সহ আগামী ৫ অক্টোবর ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির দিল্লির সমাবেশকে সফল করার আহ্বান জানিয়েছে সিপিএম।সমর্থন জানানো হয়েছে ৯ অগাস্ট আদিবাসী সংগঠনগুলোর প্রতিবাদ কর্মসূচিকে।
দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয় শুক্রবার। তা রবিবার শেষ হয়েছে। সোমবার কেন্দ্রীয় কমিটির তরফে লিখিত বিবৃতিতে বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়েছে। তাতে মণিপুর এবং হরিয়ানার ঘটনার পিছনে বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, হরিয়ানার ঘটনাকে কেন্দ্র করে সেখানকার বিজেপি সরকার যে বুলডোজার নীতি নিয়ে চলছে, তা অত্যন্ত নিন্দনীয়। যারা অপরাধী এবং এই হিংসায় উসকানি দিয়েছে, সরকার তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছে। বেছে বেছে ওই সম্প্রদায়ের ঘরবাড়ি, দোকান ভেঙে দেওয়া হয়েছে।