কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Titanic Submarine Missing | নিখোঁজ সাবমেরিনে রয়েছে ৫ জন, বাকি ৭০ ঘণ্টার অক্সিজেন, চলছে তল্লাশি 

Updated : 20 Jun, 2023 8:34 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

বস্টন: পর্যটনবাহী সাবমেরিন ‘টাইটান’ (Titanic) হারিয়ে গেল টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে। আটলান্টিক মহাসাগরে পাঁচজন পর্যটনবাহী নেমেছিলেন টাইটানিকের ধ্বংসাবশেষ খোঁজ করার জন্য। কিন্তু ২৪ ঘন্টার বেশি সময় হয়ে গেলেও সেই সাবমেরিনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। জোর কদমে চালানো হচ্ছে তল্লাশি। নিউ ফাউন্ড ল্যান্ড এর সেন্ট জন্স থেকে যাত্রা শুরু করেছিল এই সাবমেরিন (Submarine), যার নাম রাখা হয়েছিল টাইটান। জরুরী পরিস্থিতির জন্য ৯৬ ঘন্টার অক্সিজেন মজুদ ছিল ওই সাবমেরিনে। তবে মনে করা হচ্ছে বর্তমানে আনুমানিক ৭০ ঘণ্টার অক্সিজেন আর বাকি আছে ওই সাবমেরিনের মধ্যে।   

সাবমেরিনটিতে আছেন বৃটেনের কোটিপতি ব্যবসায়ী হামেশ হার্ডিং। ৫৯ বছর বয়সী এই অভিযাত্রী অনেক জায়গায় নতুন নতুন আবিষ্কার করেছেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। গত রবিবার সমাজমাধ্যমের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে তিনি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছেন।

হারিয়ে যাওয়া সাবমেরিনের তল্লাশি চালানো হচ্ছে পর্যটন সংস্থা ওয়ানগেট- এর তরফ থেকে। সংস্থার পাশাপাশি তল্লাশিতে হাত লাগিয়েছেন আমেরিকার উপকূলরক্ষী বাহিনী এবং কানাডা সেনা। সেই সঙ্গে বায়ুসেনাও আকাশ পথে তল্লাশীর কাজে সাহায্য করছেন। সাবমেরিনটি খুঁজে বার করে যাতে পর্যটকদের উদ্ধার করা হয় তার জন্য যথাসম্ভব তৎপরতা নেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত করা যাচ্ছে না ওই সাবমেরিনটিকে। এই পরিস্থিতিতে তল্লাশির কাজে আরও জাহাজ নামানো হবে বলে খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, যেখানে এই সাবমেরিনটির খোঁজে করা হচ্ছে সেখানে আবহাওয়া স্বাভাবিক কিন্তু ঘন কুয়াশার কারণে উদ্ধারকারীদের অসুবিধায় পড়তে হচ্ছে।