Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Ajit Maity | Coromandel Express Accident | পিংলার ১৪ জন যাত্রীকে উদ্ধার করলেন বিধায়ক অজিত মাইতি

Updated : 3 Jun, 2023 5:25 PM
AE: Abhijit Roy
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

বালেশ্বর: পিংলার তৃণমূল বিধায়ক (MLA) অজিত মাইতি (Ajit Maity) তাঁর এলাকার ১৪ জনকে উদ্ধার করলেন বালেশ্বরের (Balasore) দুর্ঘটনাস্থল থেকে। শনিবার ভোরে তিনি দলবল নিয়ে পৌঁছে যান বাহানাগা বাজারের অকুস্থলে। পিংলার অনেকেই করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন জখমও হন ওই ঘটনায়। বিধায়ক তাঁদের সকলকে উদ্ধার করেন। পরে তাঁদের থাকা খাওয়ারও ব্যবস্থা করা হয়। পিংলার যেসব যাত্রী জখম হননি বিধায়ক তাঁদের আশ্বস্ত করে বলেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই। আমি আছি। তোমাদের সকলের দায়িত্ব আমার।    

একটুর জন্য মৃত্যুর মুখ থেকে ফায়ার এসেছেন পিংলার ওই বাসিন্দারা। বিধায়ককে দেখেই তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন অনেকে। বিধায়ক তাঁদের বলেন, তোমাদের সকলকে পিংলায় ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য। যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে, সেখানে সকলকে গাড়ি করে পৌঁছে দেওয়া হবে। পরে আমি তোমাদের নিয়ে পিংলায় রওনা দেব। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি বালাশ্বর ছাড়ছি না।  বিধায়কের এই তৎপরতা দেখে খুশি পিংলার ওই বাসিন্দারা।

এদিন ভোরেই ঘটনা স্থলে পৌঁছন অজিত মাইতি। পরে তিনি সাংবাদিকদের বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। ঘটনাস্থল থেকে আমরা ইতিমধ্যে ১৪ জনকে উদ্ধার করেছি। পূর্ব-বর্ধমানের ২ জনকে উদ্ধার করেছি। প্রায় ২০ জনকে উদ্ধার করে তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। গ্যাস কাটার দিয়ে ট্রেনের বগিগুলি কেটে উদ্ধার কাজ চলছে।