তারাপীঠে গর্ভগৃহে অঞ্জলি, ফোন নিয়ে প্রবেশ বন্ধ
Updated : 17 Dec, 2023 11:49 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
বোলপুর: আগামিকাল, ১৮ ডিসেম্বর থেকে তারাপীঠ মন্দিরের (Tarapith Temple) গর্ভগৃহের (Sanctum Sanctorum) ভিতর অঞ্জলি দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল। এমনকী ভিতরে মোবাইল ফোন (Mobile Phone) নিয়ে ছবি তোলাও কঠোরভাবে নিষিদ্ধ করল মন্দির কমিটি। সেবাইত ও দর্শনার্থীদের এই নিষেধাজ্ঞা মানতে হবে। আগামিকাল, পয়লা পৌষ থেকে এই নতুন নিয়মবিধি লাগু হবে।
তারামাতা সেবাইত সঙ্ঘ মন্দির কমিটির তরফে জারি করা বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে,
Tags: