Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

মহিলাদের জন্য লাখোপতি দিদি প্রকল্পের ঘোষণা মোদির

Updated : 15 Aug, 2023 8:11 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: আজ ১৫ অগাস্ট। ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day2023)। আর স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই লাল কেল্লায় প্রস্তুতি তুঙ্গে। সাড়ে ৭টায় লালকেল্লায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে তেরঙা উত্তোলন করে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। মহিলাদের ক্ষমতায়নের কথা উঠে এল মোদির মুখে। দেশজুড়ে ২ লক্ষ মহিলাকে লাখপতি করার জন্য ‘লাখপতি দিদি’ প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

মহিলাদের জন্য বিশেষ প্রশিক্ষণের কথাও জানালেন তিনি। নারীশক্তির নেতৃত্বেই ভারত এগিয়ে যাবে বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। যেকোনও মূল্যেই ভারতের অখণ্ডতা রক্ষা করতে হবে বলে জানালেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মহিলা পাইলট রয়েছে ভারতে। বিমানবাহিনী থেকে স্বনির্ভর গোষ্ঠীতে মহিলাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি অঙ্গ দুর্বল হলে পুরো শরীর দুর্বল হয়। তাই সমাজের সমস্ত স্তরকে উন্নীত করা চেষ্টা করা হচ্ছে। ভারত গণতন্ত্রের জননী এবং বিবিধ বৈচিত্র্যের অধিকারী। দেশের যে কোনও জায়গায় কোনও ঘটনা ঘটলে ভারতের অন্য জায়গায় তার প্রভাব পড়ে। এমনকি বিশ্বের কোথাও কোনও ঘটনা ঘটলে সেই সমস্যা অনুভব করে ভারত।

মোদি আরও বলেন, কৃষিক্ষেত্রে প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেবে ভারত সরকার। কৃষিকাজে ড্রোনের সাহায্য নিলে উন্নতি ঘটবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আপাততত ১৫ হাজার ড্রোন দেবে ভারত সরকার।