মোদি-দিদি হিন্দু-মুসলিম করছে, ফাঁদে পা দেবেন না, বললেন সেলিম
Updated : 23 May, 2024 9:06 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
বসিরহাট: মমতা জিতলে সন্দেশখালিতে যাবে, মোদি জিতলে মনিপুরে যাবে। তৃণমূল-বিজেপিকে একযোগে কটাক্ষ মহম্মদ সেলিমের (Muhammad Salim)। বসিরহাটে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের (CPM candidate Nirapada Sardar) সমর্থনে হাড়োয়ায় রোড শো করেন সেলিম। বৃহস্পতিবার সন্দেশখালি (Sandeshkhali) বাজারে এলাকায় রোড শোর শেষে পথসভা করেন। সেখানে তিনি বলেন, ভোটের দিন নকল পুলিশ আসলে আমাদেরকে জানাবেন। তৃণমূল-বিজেপি ধর্সমের নামে রাজনীতি করছেন, অভিযোগ সেলিমের। বিজেপি ও তৃণমূল নতুন নাটক তৈরি করছেন। হিন্দু মুসলমান করছেন এই প্ররোচনায় পা দেবেন না। সকাল সকাল ভোট দেবেন ওরা বোনগুলি ভয় দেখানোর চেষ্টা করবে।
Tags: