
বাংলায় কবে ঢুকছে বর্ষা, কী আপডেট দিল আবহাওয়া দফতর
রেমাল ঘুর্ণিঝড়ের পরেও গরমের পরিস্থিতি কমছে না। ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসীর। মেঘলা থাকলেও গরম কমছে না কোনও মতেই। তাপমাত্রার সব রেকর্ড ভেঙে যাচ্ছে। বুধবারই দিল্লির মুঙ্গেশপুরে তাপমাত্রা ছিল ৫২.৯ ডিগ্রি। যা ভার্তবর্ষের সর্বকালীন রেকর্ড। মানুষের মনে একটাই প্রশ্ন, বর্ষা কবে আসবে? এক টুকরো কালো মেঘ দেখতে আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে সবাই। তবে এই অপেক্ষার অবসান হতে চলেছে। বর্ষা নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন। বৃহস্পতিবারই কেরলে প্রবেশ করতে পারে বর্ষা।
বুধবার মৌসম ভবনের তরফে পূর্বাভাসে জানানো হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে কেরলে। এই মৌসুমী বায়ুর হাত ধরেই দেশে প্রবেশ করতে পারে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, আজ, বৃহস্পতিবার কেরলে বর্ষার প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করলেও, এবার দু-একদিন আগেই প্রবেশ করতে পারে বর্ষা। উত্তর-পূর্বের কিছু অংশেও সময়ের আগেই বর্ষার আগমন হতে পারে।