দু-তিন দিনের মধ্যে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বিক্ষিপ্তভাবে একাধিক জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনা। তবে বর্ষা (Monsoon) এখনও প্রবেশ করেনি। দু-একদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে, দু-তিনদিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু।
কলকাতায় তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে সর্বাধিক জলীয় বাষ্প থাকার সম্ভাবনা ৮৭ শতাংশ ও সর্বনিম্ন জলীয় বাষ্প থাকার সম্ভাবনা ৭২ শতাংশ। এদিন কলকাতা ছাড়াও হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।