Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

চোখ রাঙাচ্ছে ডেঙ্গির সংক্রমণ, ২ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা

Updated : 7 Sep, 2023 8:01 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

বহরমপুর: ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ক্রমশ উর্ধমুখী। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় দু’হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College and Hospital) এই মুহূর্তে মোট ২০ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল।

রাজ্যে বর্ষার শুরু থেকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ। ডেঙ্গি এই বাড়বাড়ন্ত পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের তৈরি অভ্যন্তরীণ সাপ্তাহিক রিপোর্ট বলছে ডেঙ্গি-গ্রাফ ক্রমে ঊর্ধ্বগামী অগাস্ট সেপ্টেম্বর মাসেও। কলকাতাকে  পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনার পাশাপাশি মুর্শিদাবাদ ও হুগলি আক্রান্তের সংখ্যা।  ডেঙ্গি প্রতিরোধে বছরভর ব্যবস্থা নেওয়া সত্ত্বেও চলতি অগস্টেই মুর্শিদাবাদ জেলার কিছু এলাকায় ডেঙ্গির প্রকোপ কপালে ভাঁজ ফেলেছে জেলা স্বাস্থ্য দফতরের। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর,  মুর্শিদাবাদে এখনও পর্যন্ত  মোট ২১৮৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।

সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ভগবানগোলা -১ব্লকে ২৫৫ জন,   লাল গোলা ব্লকে ২২০ জন, জলঙ্গী ব্লকে ১৩৮  জন, মুর্শিদাবাদ- জিয়াগঞ্জ ব্লকে১৩১ জন,  সুতি -২ ব্লকে ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া হরিহরপাড়া ব্লকে  ১১৪  জন, বেলডাঙা -১ এবং ২  ব্লকে মোট ১৮২ জন,  বহরমপুর ব্লকে ৮৫ জন, বহরমপুর পুরসভায় ৪৮  জন,  নওদা ব্লকে ৬৭  জন, রঘুনাথগঞ্জ -২ ব্লকে ৫৪ জন, সাঘরদীঘি ব্লকে ৬১ জন, সামসেরগঞ্জ ব্লকে ৩৩ জন, ধূলিয়ান পুরসভা এলাকায় ৪০ জন, ভরতপুর-১ ব্লকে ৪১ জন, ভরতপুর -২ ব্লকে  ৩৩ জন, কান্দি ব্লকে ৩৯ জন  ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। জেলায় কয়েকদিন আগে একমাত্র সুতি- ২ ব্লকে একজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। জেলার মুখ্য স্বাস্থ্যআধিকারিক দাবি করেছেন, জেলা জুড়ে ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।  ডেঙ্গির রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।