
ভারত কি ফেভারিট? অদ্ভুত জবাব দিলেন এম এস ধোনি
কলকাতা: বিশ্বকাপে (Cricket World Cup 2023) ভারতের (India) জয়রথ ছুটছে দুর্বার গতিতে। সামনে যে প্রতিপক্ষই আসছে, স্রেফ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। গোটা বিশ্ব একবাক্যে স্বীকার করছে, এবার কাপ জিততে ফেভারিট রোহিত শর্মারাই (Rohit Sharma)। ১৯ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) রোহিতের হাতে ট্রফি তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), কেউ কেউ তো এই দৃশ্য ভেবেই ফেলেছেন। কিন্তু শেষবার ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কী ভাবছেন? মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মতে ফেভারিট কে?
সম্প্রতি এক অনুষ্ঠানে মাহিকে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবে তিনি বলেন, “খুব ভালো দল। ভারসাম্য খুব ভালো। প্রত্যেকে ভালো খেলছে। সবকিছু ভালো দেখাচ্ছে। এর থেকে বেশি আর কিচ্ছু বলব না। বাকি সমঝদারদের জন্য ইশারাই যথেষ্ট।” না বলেও ধোনি এটাই বুঝিয়ে দিলেন, তাঁর কাছেও ভারতই কাপ জয়ের ব্যাপারে ফেভারিট।