আসছে ‘পুষ্পা ২’-এর টিজার, জেনে নিন দিনক্ষণ
Updated : 3 Apr, 2024 10:33 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
মুম্বই: ২০২১ সালে দক্ষিণী ছবি পুষ্পা দ্য রেইজ (Pushpa: The Rise) ঝড় তুলেছিল বক্স অফিসে। পুষ্পারাজ আল্লু অর্জুন ও শ্রীভল্লির ভূমিকায় নজর কেড়েছিলেন জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। ব্যবসার নিরিখে ‘পুষ্পা’র কাছে পিছিয়ে পড়েছিল অনেক ছবিই। দেশের বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর সিনেমার দ্বিতীয় ভাগ নিয়ে উচ্ছ্বসিত দর্শক। বড়পর্দায় পুষ্পারাজ-শ্রীভল্লির অনস্ক্রিন কেমেস্ট্রির অপেক্ষায় আছে অনুরাগীরা।
Tags: